Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘গোলম’ চরিত্রের জন্য মেথড ধারায় অভিনয় করেছেন অ্যান্ডি সার্কিস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

‘প্ল্যানেট অফ দি এপস’ ট্রিলজির সিজার বা ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ট্রিলজির গোলম চরিত্রটির পেছনের মানুষটিকে অনেকেই সরাসরি ছবিতে দেখেনি। তিনি হলেন ব্রিটিশ অভিনেতা অ্যান্ডি সার্কিস। ৫৬ বছর বয়সী অভিনেতা জানান এক সময়ের স্মিগল নামের হবিট যে পরে অভিশপ্ত আংটির কারণে গোলমে পরিণত হয় তার ভূমিকায় অভিনয় করতে তিনি মেথড ধারা অবলম্বন করেছিলেন। দ্য গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাতকারে সার্কিস জানান ‘রিংস’ ট্রিলজির চলচ্চিত্রায়নের সময় তিনি সেটে ঘণ্টার পর ঘণ্টা চার হাতপায়ে হেঁটেছেন। “আমি ‘লর্ড অফ দ্য রিংস’ চলচ্চিত্রায়নের সময় সেটে প্রায় সবসময় চার হাতপায়ে হাঁটতাম। আমি গোলম চরিত্রটির প্রস্তুতির জন্য প্রচুর সময় ব্যয় করেছি। আমি এমনকী চার হাতপায়ে হাঁটতে বেরিয়ে পড়তাম। মাঝে মাঝে মানুষের সামনে পড়ে গেলে আমি ভান করতাম পড়ে যাওয়া কিছু খুঁজছি। বলাই যায় আমি প্রায় মেথড ধারায় কাজ করছিলাম,” সার্কিস বলেন। সার্কিস মনে করেন বয়স কম হলে ফ্যান্টাসি ট্রিলজি থেকে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন তা সামলাতে পারতেন না। “মনে হয় না আরও তরুণ হলে আমি ‘লর্ড অফ দ্য রিংস’ থেকে পাওয়া খ্যাতি সামলাতে পারতাম। এটি বিস্ফোরিত হবার সময় আমার বয়স ত্রিশের শেষ দিকে। সময় মত এটা ঘটায় আমি কৃতজ্ঞ। অসাধারণ সময় ছিল সেটা। পছন্দ করি আর নাই করি অনেক অভিজ্ঞতা হয়েছে। চরিত্রটিও রয়ে গেছে। এটি কখনও যাবে না,” তিনি বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যান্ডি সার্কিস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ