বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত কিশোর আরিফুল ইসলাম রিফাত (১৭) মারা গেছেন। শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রিফাত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া হাসমত আলী সিকদার বাড়ির মো. ইউনুছের ছেলে।
রিফাতের বাবা ও স্থানীয়রা জানান, রিফাত গত রবিবার বাড়ির পাশে খেলার সময় ফুটবলটি পার্শ্ববর্তী একটি ঘরের টিনে আটকে যায়। বলটি নিতে চালের ওপর উঠলে একটি বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয় সে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাত সাড়ে ১০টায় রিফাতের মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।