Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি ড্রাইভারদের লকডাউনেও ‘ওভারটাইম’

তদন্তের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৪ এএম

লকডাউনের মধ্যেও ‘ওভারটাইম’ বিলের বিপরীতে অন্তত: ৩ কোটি টাকা তুলে নিয়েছেন সরকারি গাড়ির চালকরা। তিন সদস্যের টিম গঠন করে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট পিটিশনের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন। আগামী ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে এ নির্দেশ দেয়া হয়েছে। তথ্যাচ জানান রিটের কৌঁসুলি ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ২৬ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সারা দেশে লকডাউন ছিল। তখন সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছিল। সব ধরনের যানবাহনও বন্ধ ছিল। এরপরও সরকারি অফিসের চালকরা প্রতিমাসে ২৫০ ঘণ্টা করে ওভারটাইমের বিপরীতে অন্তত ৩ কোটি টাকা অতিরিক্ত অর্থ বেতন-ভাতা হিসেবে গ্রহণ করেছেন। এভাবে কাজ না করেও চালকরা সরকারি রাজস্ব খাত থেকে অতিরিক্ত অর্থ নিয়েছেন। এটি শুধু বেআইনি নয় বরং অনৈতিক ও সরকারি চাকরি আইনেরও পরিপন্থি। শাস্তিযোগ্য অপরাধও। এ কারণে বিষয়টি তদন্ত করে পরিশোধিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেয়া এবং সংশ্লিষ্ট চালক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কিন্তু এরপরও প্রত্যাশিত ব্যবস্থা না নেয়ায় সংশ্লিষ্টদের বিবাদী করে রিট করা হয়।
রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সচিব, মহাহিসাব নিয়ন্ত্রক, অর্থ মন্ত্রণালয় ও পরিবহন পুলের অতিরিক্ত সচিবকে বিবাদী করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ