রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ কর্মী রানা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের তাজুল ইসলামের ছেলে জয়নাল (২৫) ও একই গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে শুক্কুল (৪০)। গতকাল সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মোসলেহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি জয়নাল ও শুক্কুলকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, মাদক বিক্রি ও অপরাধ কর্মকা-ে বাধা দেয়ার জেরে গত ২ সেপ্টেম্বর শুক্রবার রাতে যুবলীগ কর্মী রানাকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পরদিন শনিবার তার মা রেহানা বেগম বাদী হয়ে আ.লীগ নেতা আবদুল হাই কানু ও তার পুত্র গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লবসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।