Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রীবাহী বাসে ডাকাতি আহত ১০

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

ঢাকার সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি করে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে বাস ফেলে পালিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাতদের হামলায় আহত হয় অন্তত ১০ যাত্রী। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ গতকাল সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ডের পাশ থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। আহত বাসযাত্রীরা জানায়, সোমবার ভোরে রাজদূত পরিবহনের যাত্রীবাহী বাসটি মিরপুর ইস্টার্ন হাউজিং থেকে আব্দুল্লাহপুর হয়ে সাভারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় যাত্রীরা মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে যে যার গন্তব্যে আসার জন্য বাসে ওঠেন। পরে বাসটি বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার তুরাগ এলাকায় পৌঁছলে বাসে থাকা যাত্রীবেশী ডাকাতরা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সিটের সাথে হাত-পা বেঁধে নগদ টাকা, মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুটপাট করে। পরে ডাকাতরা বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ডে রেখে চালকসহ ডাকাতরা পালিয়ে যায়। পথচারীরা ওই বাসের ভিতরে যাত্রীদের গোঙ্গানী শব্দ শুনে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের হাত-পার বাঁধন খুলে উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। যাত্রীদের অভিযোগ, ডাকাতদের সাথে চালকের সখ্য রয়েছে। তবে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, বাসে কোনো ডাকাতি হয়নি। একদল ছিনতাইকারী বাসটি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় আমরা তা উদ্ধার করি। তবে কাউকে আটক করতে পারিনি বলেন ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাত্রীবাহী বাসে ডাকাতি আহত ১০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ