Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মঠবাড়িয়ায় ছয় ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত পদে মনোনয়ন পত্র দাখিল

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ৯:০৭ পিএম

মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আজ বৃহস্পতিবার পিরোজপুরের মঠবাড়িয়া ছয় ইউনিয়ন পরিষদে ৪৯ জন চেয়ারম্যান পদে ও সাধারণ সদস্য পদে ২৯৬ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উৎসব মুখর পরিবেশে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আগামী ১১ এপ্রিল ১ম ধাপের ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

১নং তুষখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও আ’লীগ মনোনীত মো. শাহজাহান হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো: আল আমীন সাইফী, জাতীয় পার্টিার মো. মামুন পঞ্চায়েত, স্বতন্ত্র প্রার্থী মো. সগীর মিয়া, জিএম আল আমীন, আব্বাজ উদ্দিন, মো. সবুর, শাহাদাৎ হাওলাদার, মো. নাসির হাওলাদার, মো. শামীম হাওলাদার। ৩নং মিরুখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও আ’লীগ মনোনীত আব্দুস সোবাহান শরীফ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের শাহীন মল্লিক, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি আবু হানিফ খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি লাভলু তালুকদার, গোলাম মোস্তফা। ৭নং বেতমোর রাজপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও আ’লীগ মনোনীত দেলোয়ার হোসেন আকন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সাইফুদ্দিন মো: ফেরদৌস (রুম্মান), ইসলামী আন্দোলন ফিরোজ খন্দকার, বর্তমান ইউপি সদস্য শহিদুল ইসলাম, দোলোয়ার হোসেন মাষ্টার, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুস আলী আকন, বিএনপি নেতা মো. খলিলুর রহমান, মোসাঃ আয়শা সুলতানা, মাজেদা বেগম। ৮নং আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন। তারা হলেন- সাংসদের ভ্রাতা ও বর্তমান চেয়ারম্যান ইব্রাহীম খলীল ফরাজি, আ’লীগ মনোনীত শারমীন জাহান, সাবেক চেয়ারম্যান সুলতাল মিয়া, আ’লীগ মনোনীত প্রার্থীর স্বামী মোশারফ হোসেন শরীফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজু, ওমর ফারুক, শফিকুল ইসলাম, কামাল হোসেন, শফিকুল আলম। ৯নং সাপলেজা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও আ’লীগ মনোনীত মো. মিরাজ মিয়া, স্বতন্ত্র পদে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেলিম, ইসলামী আন্দোলন ইদ্রিস আলী মোল্লা, ইউনিয়ন আ’লীগের সদস্য এনামুল কবির, আমীর হোসেন, যুবলীগ নেতা মোল্লা আবুল কালাম, শামীম, গোলাম রব্বানী, ইকবাল কবির। ১০নং হলতা গুলিশাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও আ’লীগ মনোনীত রিয়াজুল আলম ঝনো, স্বতন্ত্র পদে সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, নাসির উদ্দিন, আবেদিন, হেমায়েত উদ্দিন, আবু জাফর, মিরাজ মাতুব্বর।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিরোজপুর

২৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ