Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসায় জঙ্গিবাদবিরোধী সমাবেশ

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্যাহ বলেছেন, ইসলাম শান্তি ও মানবকল্যাণের ধর্ম, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান অন্তরায় সন্ত্রাস ও জঙ্গিবাদ। তাই জঙ্গিবাদীদের সকল চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে। তিনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষা বিজ্ঞান-প্রযুক্তি ভিত্তিক যুগোপযোগী শিক্ষা। মাদরাসায় জঙ্গি তৈরি হয় না। তিনি গত শনিবার সকাল ৯টায় বাস টার্মিনালস্থ কক্সবাজার আদর্শ মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাদারাসা অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (উপ-সচিব) মোঃ নজমুল হুদা, প্রকাশনা নিয়ন্ত্রক মোঃ শাহজাহান ও মাদরাসা গভর্নিং বডির সদস্য বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুন নূর বুলবুল। মাদরাসার আরবি প্রভাষক ড. মুহাম্মদ নুরুল আবছারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা জহির আহমদ, সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, মুহাদ্দিস মাওলানা মোস্তাক আহমদ, আরবি প্রভাষক আব্দুল্লাহ আল-মাহমুদ, আ.স.ম আরিফুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসায় জঙ্গিবাদবিরোধী সমাবেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ