মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারি বাসভবনের কাছে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ওয়াশিংটন পুলিশ। বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পল মুরে নামে ওই ব্যক্তি টেক্সাসের বাসিন্দা বলে জানা গেছে। গোয়েন্দা বিভাগের কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ বেলা ১২টার দিকে ম্যাসাচুসেটস অ্যাভিনিউয়ের রাস্তায় অভিযান চালায়। সেখান থেকেই মুরেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, মুরে মানসিক ভারসাম্যহীন। এ ঘটনা ঘটানোর আগে নিজের মাকে একটি মেসেজ করেন মুরে। সেখানে মুরে লিখেছিল যে, মার্কিন প্রশাসন তাকে হত্যা করতে চাইছে। নিজের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তিনি। মুরের গাড়ি থেকে একাধিক বন্দুক ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে মুরের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিপজ্জনক অস্ত্র রাখা, বেআইনিভাবে অস্ত্র মজুত এবং বিপুল পরিমাণ গুলি সংগ্রহে রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, মুরের কাছ থেকে এআর-১৫ রাইফেল এবং ১১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি কমলার ওপর হামলার পরিকল্পনা করছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।