Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

ফ্রান্সে হতে পারে নতুন লকডাউন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৬ এএম

ফ্রান্সে গত প্রায় চার মাস পর বুধবার সর্বোচ্চ সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়েছেন। এ প্রেক্ষিতে প্যারিস অঞ্চলে নতুন করে লকডাউন ঘোষণা হতে পারে। ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৮ হাজার ৫০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর এক দিন আগে এ সংখ্যা ছিল ২৯ হাজার ৯৭৫ জন। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, নভেম্বরের পর এ সংখ্যা সর্বোচ্চ। ফ্রাে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৪৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ৪২৭ জনে। ফরাসী প্রধানমন্ত্রী জ্যাঁ কাসটেক্স বলেছেন, প্যারিস অঞ্চলে নতুন করে লকডাউন দেয়া হতে পারে। এদিকে বুধবার প্যারিসের বাইরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, যে কোনো পদক্ষেপই হবে সামঞ্জস্যপ‚র্ণ ও অঞ্চল ভিত্তিক। সরকারি তথ্য উপাত্ত থেকে জানা গেছে, ফ্রান্সে এ পর্যন্ত ৫৫ লাখ লোক টিকার একটি ডোজ এবং প্রায় ২৪ লাখ লোক দুটি ডোজই গ্রহণ করেছেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ