Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ঝাঁটা-জুতায় শুভেন্দুর পথরোধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৬ এএম

নন্দীগ্রামে তৃণম‚ল কংগ্রেসের ‘সংগঠিত’ বিক্ষোভের মুখে পড়েছেন এলাকার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বুধবার স্থানীয় ভেটুরিয়া এলাকায় শুভেন্দুর গাড়ি বহর আটকে ঝাঁটা ও জুতা হাতে বিক্ষোভ করেন নারীরা। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিজেপি এ ঘটনাকে তৃণম‚লের কারসাজি হিসেবে দেখলেও মমতার দলের দাবি, শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামের এই ক্ষোভ স্বতঃস্ফ‚র্ত। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বুধবার দুপুরে চন্ডীপুরের সভা সেরে শুভেন্দু তার বহর নিয়ে হাজির হন নন্দীগ্রাম ২ নম্বর বøকের খোদামবাড়ির ভেটুরিয়া গ্রামে। সেখানে এক বিজেপি কর্মীর বাড়িতে যান তিনি। ফেরার পথেই ঘটে বিপত্তি। এলাকায় শুভেন্দু এসেছেন শুনে তার গাড়ি বহর ঘিরে বিক্ষোভ শুরু করেন নারীরা। তারা ঝাঁটা-জুতো হাতে হাজির হন রাস্তায়। পত্রিকার খবর অনুযায়ী, নারীরা যখন বিক্ষোভ করছিলেন তখন দ‚র থেকে পুরুষরাও শুভেন্দু-বিরোধী স্লোগান দিতে থাকেন। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা নাজেহাল হন নারী-পুরুষের ওই সম্মিলিত বিক্ষোভ থামাতে। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের কনভয়ের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। ঘটনার কথা স্বীকার করে নিয়ে তৃণম‚লকে দুষছে বিজেপি। নন্দীগ্রামের বাসিন্দা, বিজেপি নেতা প্রলয় পালের দাবি, ‘‘ওই এলাকায় এক কর্মীর বাড়িতে পুজোর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শুভেন্দু। তিনি ফিরে যাওয়ার সময় আচমকাই এক দল নারী নিয়ে এসে বিক্ষোভ দেখায় শাসকদল। অতর্কিতে শুভেন্দুর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন তারা।’ এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ