Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের সম্পত্তি অনেক কমেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৬ এএম

প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ডোনাল্ড ট্রাম্পের সম্পত্তির পরিমাণ কমে গিয়েছিল ৭০ কোটি থেকে ২৩০ কোটি ডলার পর্যন্ত। বøুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স এ তথ্য জানিয়েছে। করোনাভাইরাস মহামারির ধাক্কা ট্রাম্পের ব্যবসাতেও ভালোভাবেই পড়েছিল। ট্রাম্পের অফিস ভবন, ব্র্যান্ডের হোটেল ও রিসোর্ট সব কিছুতেই এর প্রভাব পড়ে। তার প্লেনের বহর ও গলফ কোর্সগুলোর ম‚ল্যও এ সময় কমে যায়। আর্থিক বৈষয় ও পারিবারিক ব্যবসা সংক্রান্ত ফৌজদারি মামলায় বর্তমানে ট্রাম্প তদন্তের আওতায় রয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার আগে ও পরে ট্রাম্পের সম্পত্তি কতটা ছিল তা হিসাব করতে বøুমবার্গ ২০১৬ সালের মে মাস থেকে ২০২১ এর জানুয়ারি পর্যন্ত ট্রাম্পের আর্থিক নথি বিশ্লেষণ করেছে। ট্রাম্পের মোট সম্পত্তির চার ভাগের তিনভাগই তার রিয়েল স্টেট ব্যবসার বাণিজ্যিক অ্যাকাউন্টগুলো। যেসব অফিস ভবনের তিনি মালিক অথবা মালিকানার অংশীদার সেগুলোও ব্যাপক দরপতনের শিকার হয়। করোনার অনেক লোক এখন বাসায় বসে কাজ করার ফলে এই দরপতন ঘটে। বøুমবার্গ জানায়, ট্রাম্পের বাণিজ্যিক সম্পত্তির ম‚ল্য প্রেসিডেন্ট থাকার সময় ২৬ শতাংশ কমে গিয়েছিল। সামাজিক দ‚রত্ব বজায় রাখা সম্ভব হয় বলে মহামারির সময় গলফ বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তবে স্কটল্যান্ডে ট্রাম্পের দুটি গলফ কোর্সের দাম এসময় বেশ পড়ে যায়। বøুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ