Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

সম্পর্ক থাকলেও অসম্মতিতে শারীরিক সম্পর্কও ধর্ষণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৬ এএম

কারও সঙ্গে পুরনো সম্পর্ক থাকার মানে এই নয় যে তিনি শারীরিক সম্পর্কে সম্মতি দিয়েছেন। একটি ধর্ষণ মামলায় রায়ে এমন মন্তব্য করেছেন ভারতের দিল্লির একটি আদালত। ওই মামলায় অভিযুক্ত এক সাংবাদিকের জামিন আবেদনও নাকচ করে দেন আদালত। বিচারক সঞ্জয় খানাগওয়াল বলেন, ভারতীয় আইন অনুযায়ী কারও সঙ্গে পুরনো শারীরিক সম্পর্ক অন্য কোনও নির্দিষ্ট মামলার ক্ষেত্রে বিবেচ্য হবে না। বরং কোনও নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে ওই নারীর সম্মতি ছিল কিনা সেটা দেখা হবে। তাই এই মামলার ক্ষেত্রেও পুরনো বিষয় বিবেচনায় নেয়া হবে না। আদালতে ওই তরুণী অভিযোগ করেন, গত ২০ ফেব্রæয়ারি দিল্লির চাণক্যপুরীতে একটি হোটেলে মুম্বাইয়ের এক সাংবাদিক তাকে ধর্ষণ করেন। তবে আদালতে জামিন চাইতে গিয়ে ওই সাংবাদিক বলেন, ওই তরুণীর সঙ্গে আগে থেকেই তার সম্পর্ক ছিল। তার দাবি, ওই তরুণীই তাকে হোটেলে যাওয়ার কথা বলেছিল। নিজের দাবির পক্ষে দুজনের মধ্যে মেসেজে হওয়া কথোপকথনও আদালতে দেখান তিনি। এ বিষয়ে তরুণীর আইনজীবীরা বলেন, ২০১৭ সাল থেকে দুজনের মধ্যে সম্পর্ক ছিল। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও ছিল। তবে অভিযুক্ত ব্যক্তি দিল্লিতে একটি বিয়েবাড়িতে এসেছিলেন। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ