Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উদার অভিবাসন নীতি গ্রহণ করায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৬ এএম

প্রেসিডেন্ট বাইডেনের প্রাক্তন প্রশাসনের অভিবাসন নীতি পরিহার করে, নতুন উদার অভিবাসন নীতি গ্রহণ, দক্ষিণ আমেরিকার জনগণকে এদেশে আসতে উৎসাহিত করেছে। কয়েকটি দেশ থেকে জনতার কাফেলা এখন যুক্তরাষ্ট্রের সীমান্তমুখী। এদেরকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের সহায়তা চেয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনাকারী রিপাবলিকানরা বলেছে, তার উদার নীতি, যুক্তরাষ্ট্রে উন্মুক্ত সীমান্ত থাকার সামিল। প্রেসিডেন্ট বাইডেন, এবিসি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বলেন, আমার বার্তা একেবারে পরিষ্কার, আপনারা এ দেশে আসবেন না। আপনাদের দেশ, লোকালয় বা সমাজ ত্যাগ করবেন না। ফেব্রুয়ারী মাসে প্রায় ৩০,০০০ শরণার্থী সীমান্তে এসে জড়ো হয়েছেন, তাদের জন্য নেই থাকবার সুযোগ সুবিধা, বা তাদের দেখাশোনা করার জন্য, কর্তৃপক্ষ কাউকে খুঁজেও পাচ্ছেন না। ভিওএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ