Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়েদের ছেঁড়া জিন্স পরার বিরুদ্ধে সরব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৬ এএম

নারীদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করাটা একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। আর ভারতে নারীদের প্রায়ই তাদের পোশাকের বিতর্কিত মন্তব্য শুনতে হয়। উত্তরাখন্ডের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াতও ক্ষমতায় বসে মেয়েদের ছেঁড়া জিন্স পরার বিরুদ্ধে সরব হয়েছে। তার ভাষায় ছেঁড়া জিন্স পরে যেভাবে নারীদের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়, তা মোটেই সংস্কারের নিদর্শন নয়। শিশু অধিকার সংরক্ষণ কমিশনের একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তীর্থ। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই ধনী পরিবারের সন্তান সাজতে হাঁটু দেখানো ছেঁড়া জিন্স পরছে। বাড়ি থেকে শিক্ষা না পেলে এমনটাই হয়। এতে স্কুল বা শিক্ষকদের দোষ কোথায়? মেয়েদের পাশাপাশি ছেলেরাও এমন ছেঁড়া জিন্স পরে পশ্চিমা সভ্যতাকেই নকলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তীর্থ। তিনি আরও বলেন, যেখানে পশ্চিমা দেশগুলো আমাদের অনুসরণ করছে। নিজেদের শরীর ঠিকমতো ঢেকে যোগাসন করছে। সেখানে আমরা নগ্নতার দিকে ছুঁটছি। নিজের কথার পক্ষে যুক্তি উপস্থাপন করতে গিয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থার প্রধানের উদাহরণ তুলে ধরেন। তীর্থ বলেন, ওই নারী ছেঁড়া জিন্স পরে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের পোশাক পরা নারী অন্যদের কী শিক্ষা দেবেন? এ ধরনের পোশাক পরার পেছনে পরিবারগুলোই দায়ী। এভাবেই অভিভাবকদের পরোক্ষ প্রভাবেই সন্তানরা পরবর্তী সময়ে মদ্যপ ও মাদকসেবী হয়ে ওঠে বলেও মন্তব্য করেন তিনি। টাইমস অব ইন্ডিয়া, দ্য প্রিন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ