Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৭ এএম

খুনি বলায়
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলায় ওয়াশিংটন থেকে রুশ রাষ্ট্রদ‚তকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে মস্কো। আলোচনার জন্য তাকে ফিরিয়ে আনা হচ্ছে বলে বুধবার জানিয়েছে দেশটি। স¤প্রতি মার্কিন গণমাধ্যমকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিনকে একজন ‘খুনি’ আখ্যা দেন বাইডেন। তিনি বলেন, ‘২০২০ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে মস্কোর হস্তক্ষেপের কারণে ‘পুতিনকে ম‚ল্য দিতে হবে’ বলেও জানান ৭৮ বছর বয়সী বাইডেন।’ বাইডেনের এই মন্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে মস্কো। ইউএস নিউজ।


ছেলের থাপ্পড়ে
ইনকিলাব ডেস্ক : একটি বিষয় নিয়ে মা ও ছেলের মধ্যে তর্কাতর্কি হচ্ছিল। এক পর্যায়ে রেগে গিয়ে মাকে থাপ্পড় দেন তার ছেলে। শেষ পর্যন্ত সেই থাপ্পড়েই ৭৬ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়েছে। এমন চমকে দেয়া ঘটনা ঘটেছে ভারতের দিল্লি দরকা এলাকায়। সিসিটিভি ফুটেজে সোমবারের এ ঘটনা ধরা পড়েছে। ছেলের থাপ্পড়ে যে নারীর মৃত্যু হয়েছে তার নাম আবতার কৌর। ভিডিওতে দেখা যায়, তার ছেলে আবতারকে থাপ্পড় মারার পর তিনি অবচেতন হয়ে মাটিতে পড়ে যান। এনডিটিভি।


মারিবে নিহত ২
ইনকিলাব ডেস্ক : পূর্ব ইয়েমেনের মারিব শহরে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি রকেট বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। সূত্রটি আরও জানায়, শহরের কিছু বাজারে রকেট হামলার চেষ্টা চালায় হুতি বিদ্রোহীরা। এ সময়ই এ হামলার ঘটনা ঘটে। উত্তর ইয়েমেনে মউদী নেতৃত্বাধীন সামরিক জোট-সমর্থিত সরকারপন্থি বাহিনীর সর্বশেষ শক্ত ঘাঁটি মারিব ছিনিয়ে নিতে গত মাসে শিয়া বিদ্রোহীরা আক্রমণ চালিয়েছিল। তেলসমৃদ্ধ ওই অঞ্চলে নতুন করে সংঘর্ষে সরকারি বাহিনীর ৩২ জন ও জোটের বিমান হামলায় ৫৮ জন হুতি বিদ্রোহী প্রাণ হারান। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ