রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
সুন্দরগঞ্জে যাত্রী বেসে এক চালককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে তার অটোবাইক নিয়ে পালানোর প্রাক্কালে জনতা একজনকে আটক করেছে। রোববার রাত ৮টার দিকে সুন্দরগঞ্জ বামনডাঙ্গা সড়কের কালাইর ব্রীজ নামক স্থানে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, রোববার রাতে সুন্দরগঞ্জ পৌর সভার ৪নং ওয়ার্ডের কছির উদ্দিন মাষ্টারের পুত্র চালক স্বপন মিয়ার অটোবাইক রিজার্ভ ভাড়া নিয়ে এক যাত্রী বামনডাঙ্গা যাচ্ছিল। পথিমধ্যে কালাইর ব্রীজ নাম স্থানে পৌঁছালে আরও যাত্রী আছে বলে ওই যাত্রী থামতে বলে। চালক থামার সঙ্গে সঙ্গেই উক্ত যাত্রী ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি কোপাতে থাকে। চালক স্বপনের মাথাসহ শরীরের কয়েক জায়গায় কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে অটোবাইক নিয়ে পালাতে থাকে ওই যাত্রী। এ সময় স্বপনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে সে অটোবাইক ছেড়ে দৌড়ে পালানোর সময় তাকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিকে আটক করে। আটক দুর্বৃত্ত সাঘাটা উপজেলার পাঠান পাড়া গ্রামের ছাইদুল ইসলামের পুত্র ছাদেক আলী সাজ্জাদ বলে পুলিশ জানিয়েছে। আহত স্বপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল সোমবার আহত স্বপনের ভাই বাদি হয়ে থানায় একটি মামলা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।