বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৭ মার্চ ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্রের অদূরে বিএনপির জনসভা বাতিল করা হয়েছে। জনসভার বদলে ওইদিন বিএনপির নেতারা একই স্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
আমীর খসরু বলেন, আমরা করোনাকালে জনগণকে ঝুঁকিতে ফেলতে চাইনা। তবে সেখানে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করা হবে।
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, গোলাম আকবর খোন্দকার, ড. সুকোমল বড়–য়া, এস এম ফজলুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।