Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালোবাসা দিবসে ফাহিমের পাখি

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ডেডলাইন মিউজিকের ব্যানারে প্রকাশ পাওয়া সঙ্গীতশিল্পী ফাহিম ইসলামের তৃতীয় একক ‘বলছি তোমায়’-এর গান এরই মধ্যে ভালো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। অ্যালবামের কয়েকটি গানের মিউজিক ভিডিও দর্শকনন্দিত হয়েছে। ভারতের রাগা মিউজিক থেকে প্রকাশ হয়েছে তার এ অ্যালবামটি। এবার এ অ্যালবামের পাখি শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও শ্রোতাদের জন্য আনছেন তিনি। আসছে ভালোবাসা দিবসের জন্য তার এই উপহার। এ প্রসঙ্গে ফাহিম বলেন, এই গানটিতে আমার সাথে মডেল হিসেবে কাজ করেছেন আফ্রি। অসাধারণ একটি গান হয়েছে। আশা করি, মিউজিক ভিডিওটি সকলের পছন্দ হবে। পাখি গানটির কথা লেখার পাশাপাশি সঙ্গীতায়োজন করেছেন নোমান। আর ভিডিওটি পরিচালনা করেছেন রাশেদ মজুমদার। খুব শিগগিরই সব চ্যানেলে এটি প্রচার হবে। ১২টি ভিন্ন ধাঁচের গানে এ অ্যালবামে ফাহিমের সঙ্গে গানগুলো গেয়েছেন কণা, নির্ঝর, নওমী, অরিন, আর্নিক এবং কলকাতার সঙ্গীতশিল্পী সোমচন্দা। গানগুলো লিখেছেন শাহান কাবন্ধ, রবিউল ইসলাম জীবন, সুহৃদ সুফিয়ান, আজমির রিফাত। অ্যালবামের সঙ্গীতায়োজন করছেন ফুয়াদ আল মুক্তাদির, নমন ও জুয়েল মোর্শেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালোবাসা দিবসে ফাহিমের পাখি

৮ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ