Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি নিষ্ঠুর জুলুম

সৈয়্যদ সাইফুদ্দীন আহমদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০২ এএম

বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহসূফী মাওলানা সৈয়্যদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেছেন, পবিত্র মাহে রমজান আমাদের জন্য মহান আল্লাহতায়ালার বিশেষ অনুগ্রহ ও উপহার। এ মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষের ওপর নিষ্ঠুর জুলুম।

তিনি মঙ্গলবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পবিত্র ঈদএ-মিলাদুন্নবী (সা.) ও হযরত ইমাম এ আজম আবু হানিফার (রহ.) ওফাতবাষির্কী উপলক্ষে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অন্য ধর্মাবলম্বীরা তাদের উৎসবে পণ্যমূল্যে ছাড় দেয়। আর আমাদের দেশে কতিপয় অসাধু ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে। মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুফতি বাকী বিল্লাহ আল-আজহারী, হাফেজ মাওলানা মুফতি মাকসুদুর রহমান, হাফেজ মাওলানা মনসুর মাইজভান্ডারী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্রব্যমূল্য-বৃদ্ধি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ