Inqilab Logo

রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীর ফুলগাজী উপজেলার তারাকুচা গ্রামে জাফর ইমাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে গত রোববার বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষার্থীরা মানববন্ধন করে। মানববন্ধনে প্রশাসনের কাছে ছাত্রী অপহরণকারী, নির্যাতনকারী ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। এতে সংহতি প্রকাশ করেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা। মানববন্ধনে বক্তারা বিদ্যালয়ে শিক্ষার্থীদের চলাফেরায় ইভটিজিং বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উক্ত ঘটনায় পুলিশ প্রশাসন আসামীদের ধরতে গড়িমসি করছে বলে অভিযোগ করে ধর্ষক আবুল বাশারকে অবিলম্বে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে সুছু বিচার দাবি করেন। এ প্রসঙ্গে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ বলেন, ধর্ষণের সহযোগী এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. জাকির হোসেন মজুমদার, মিজানুর রহমান, প্রধান শিক্ষক অশোক কুমার হাওলাদার, জাসদ ফুলগাজী সভাপতি আবুল খায়ের মেম্বার ও সাধারণ সম্পাদক বিনোদ বিহারী বিশ্বাস। উল্লেখ্য, ফুলগাজী উপজেলার জাফর ইমাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে গত ১৪ ডিসেম্বর পরীক্ষা শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গতিরোধ করে চেতনানাশক ওষুধ মিশ্রিত রুমাল তার নাকে চেপে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ