Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০২ এএম

ইসরাইলি হামলা

সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। মঙ্গলবার গভীর রাতে রাজধানী দামেস্কোয় ছোড়া হয় মিসাইল। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসরাইলের দখলকৃত গোলান মালভ‚মি থেকে তাদের বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। বেশ কিছু মিসাইল প্রতিরোধ করা হয় বলেও দাবি করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি খবরে। ডয়েচে ভেলে।


ভয়ঙ্কর
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের টেকনোলজি বিভাগ এক সমীক্ষায় জানিয়েছে, কোকেনের মতো ড্রাগ নিলে মস্তিষ্কে যে সুখের অনুভ‚তি হয়, ক্রেডিট কার্ড দিয়ে কিছু কেনাকাটা করলেও হুবহু একই ভয়ঙ্কর অনুভ‚তি হয়। স¤প্রতি এই সমীক্ষাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের অধ্যাপক ড্রেজেন প্রেলেক এবং তার দল। নগদ টাকায় কেনাকাটা করেন এবং ক্রেডিট ব্যবহার করে কেনাকাটা করেন, এমন একদল মানুষের মধ্যে এই সমীক্ষাটি পরিচালনা করা হয়। সায়েন্টিফিক জার্নালে এর ফলাফল প্রকাশিত হয়েছে। ডেইলি মেইল।


নিষেধাজ্ঞা প্রত্যাহার
স্কুল শিক্ষার্থীদের প্রকাশ্যে গান গাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষের তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে দেশটির শিক্ষা মন্ত্রণালয় এমন উদ্ভট সিদ্ধান্ত বাতিলে বাধ্য হয়। এর আগে গত সপ্তাহে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নিষেধাজ্ঞা অনুযায়ী, ১২ বছরের বেশি বয়সী মেয়ে শিক্ষার্থীদের জন্য প্রকাশ্যে গান গাওয়া নিষিদ্ধ করা হয়। তবে এমন উদ্ভট সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন দেশটির নারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা গান গেয়ে আপলোড করে সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এরপরই এই নিষেধাজ্ঞা বাতিল করে সরকার। এএফপি।


মাঝ আকাশে
মাঝ আকাশে এক মেয়ে শিশুর জন্ম হয়েছে। এই ঘটনা ঘটেছে ইন্ডিগো বিমানের ব্যাঙ্গালুরু থেকে জয়পুরগামী ফ্লাইটে। এক বিবৃতিতে ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের এক কেবিন ক্রু এবং এক চিকিৎসকের সহায়তায় শিশুটির জন্ম হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘মাঝ আকাশে ব্যাঙ্গালুরু থেকে জয়পুরগামী বিমানের ৬ই ৪৬৯ ফ্লাইটে এক মেয়ে শিশুর জন্ম হয়েছে। ইন্ডিগোর ক্রু এবং ডা. সুবাহানা নাজির প্রস‚তি নারীকে সহযোগিতায় এগিয়ে আসেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ