Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে মুক্তি পাবে ডাইরেক্ট অ্যাটাক

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২১, ১২:০২ এএম

আগামী ঈদে মুক্তি পাবে সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র লাভ করেছে। শুরুতে সিনেমাটির নাম ছিলো ‘সাহসী যোদ্ধা’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ডাইরেক্ট অ্যাটাক। পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, সেন্সর বোর্ডের সবাই সিনেমাটির গল্প, নির্মাণশৈলী এবং প্রত্যেকের অভিনয়ের প্রশংসা করেছেন। তারা বলেছেন, বহুদিন পর একটি ভালো কমার্শিয়াল সিনেমা দেখেছি। আমিও আশাবাদী সিনেমাটি নিয়ে। এতে যারা অভিনয় করেছেন প্রত্যেকের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি, আগামী ঈদে সিনেমাটি হলে মুক্তি দেবো।’ সিমোটিতে জুটি হয়ে অভিনয় করেছেন আমিন খান ও পপি। পপি বলেন, ‘সিনেমাটির গল্প আমার অভিনীত চরিত্রকে কেন্দ্র করে। চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি, সিনেমাটি দেখতে দর্শক হলে যাবেন।’ সাদেক সিদ্দিকী জানান এই সিনেমাতে আরো অভিনয় করেছেন সাগর সিদ্দিকী, শিরীন শিলা, অভি, ইমন, রিপা প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন নাহিদা আশরাফ আন্না। সাদেক সিদ্দিকী এর আগে ‘হৃদয় ৭১’,‘ ভালোবাসা ছাড়া কেউ কী বাঁচে’,‘ সুন্দরী বেহুলা’সহ আরো বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাইরেক্ট অ্যাটাক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ