প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দীর্ঘ বিরতির পর অপর্ণা সেন এবং তার কন্যা কঙ্কনা সেন শর্মা আরেকটি চলচ্চিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রধান কয়েকটি চরিত্রে কঙ্কনা, অর্জুন রামপাল এবং তন্ময় ধনানিয়াকে নিয়ে এই হিন্দি চলচ্চিত্রটি পরিচালনা করবেন অপর্ণা। একটি ভয়াবহ ঘটনার পর তিনজন মানুষের যোগাযোগ নিয়ে চলচ্চিত্রটির কাহিনী। অপরাধ জগতের গভীরে গিয়ে এই কাহিনীতে শুধু যে ভুক্তভোগী চরম পরিস্থিতির মুখোমুখি হয় তা নয়, বরং অপরাধীকেই মর্মান্তিক পরিস্থিতির শিকার হতে হয়। বাস্তবতার মুখে একজন মানুষের আদর্শগত অবস্থানের পরিবর্তনের বিবরণ এই কাহিনী। অপর্ণা নিজেই এই ফিল্মের চিত্রনাট্যকার, তিনি বলেন : “তিনজন মানুষের মনস্তত্ব আমাকে এই কাহিনীতে আকৃষ্ট করেছে। কাহিনীর বিস্তারের সঙ্গে সঙ্গে স্তরগুলো সরতে থাকে এবং ঘটনার গভীরে যে মানুষ রয়েছে তার পরিচয় প্রকাশ পায়।” তিনি জানান, ভারতের দুই জগতকে দেখানো হবে চলচ্চিত্রটিতে, এর এক জগতের মানুষ বাস করে নগরের বস্তিতে যারা প্রাচীন বিশ্বাস নিয়ে জীবন যাপন করে এবং অন্য জগতের মানুষরা মহানগরীর শিক্ষিত শ্রেণির যারা প্রগতিশীল মানসিকতা ধারণ করে। “আমি বিশ্বাস করি যেসব প্রশ্ন আমাকে যন্ত্রণা দেয় তা নিয়ে দর্শকরা ভাববে,” তিনি বলেন। এই মাসের শেষে চলচ্চিত্রায়ন শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।