Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার খোকসায় করোনা আক্রান্ত হয়ে দুইদিনে নারীসহ দুজনের মৃত্যু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ৪:৪২ পিএম

কুষ্টিয়ার খোকসায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে আনোয়ারা বেগম নামের করোনা আক্রান্ত এক নারীর শ্বাসকষ্ট শুরু হয়। অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে নেয়ার পথেই তিনি মারা যান।

করোনায় মারা যাওয়া আনোয়ারা বেগম উপজেলার চাঁদট গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, টানা তিন মাস পর ১২ মার্চ স্থানীয় স্বাস্থ্যকর্মী জেসমিন আরা ও তার পরিবারের তিনজনের করোনা শনাক্ত হয়। পরদিন স্বাস্থ্যকর্মী ও তার স্বামীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। তারা এখন গুরুতর অবস্থায় সেখানে ভেন্টিলেশনে রয়েছেন। এরপর ওই পরিবারের আরও ৬ সদস্যের করোনা পজিটিভ হয়। তাদের মধ্যে স্বাস্থ্যকর্মীর শাশুড়ি আনোয়ারা বেগমসহ অন্যদের বাড়িতে আইসোলেশনে রাখা হয়। বুধবার সকালে বৃদ্ধা আনোয়ার বেগমের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করার পথে তিনি মারা যান।

এর আগে মঙ্গলবার শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করোনা আক্রান্ত সাইদুর রহমান বিশ্বাস। তার বাড়ি উপজেলার ওসমানপুর ইউনিয়নের রমানাথপুর গ্রমে। তিনি পেশায় একজন কৃষক। কয়েকদিন আগে প্রথমে শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কিন্তু চিকিৎসকদের সন্দেহ হলে তার করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাতে কুষ্টিয়ার পিসিআর ল্যাবের রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পরে। মঙ্গলবার ভোরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় মারা যান।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) টেকনিশিয়ান সেফা খানম জানান, প্রথম ধাপে এ উপজেলায় প্রায় ১৪৮ জনের করোনা শনাক্ত হয়। টানা তিনমাস পর ১২ মার্চ দ্বিতীয় দফায় একই পরিবারের তিনজনের করোনা শনাক্ত হয়। দুইদিন পর একই পরিবারের আরও ছয়জনের করোনা পজিটিভ ধরা পরে। এ পর্যন্ত কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষায় এ উপজেলায় ১৫৭ জনের করোনা পজিটিভ ধরা পড়ল। তিনি আরও জানান, করোনার দ্বিতীয় ঢেউ পর্যন্ত এ উপজেলায় ছয়জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

কুষ্টিয়া জেলা প্রশাসনের প্রদত্ত তথ্যমতে এ জেলায় গত ১৬ মার্চ পর্যন্ত ৩৯৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৮০৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ