Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ২৭৯৮ জনের মৃত্যুর রেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১:৫৪ পিএম

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড দুই হাজার ৭৯৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। স্থানীয় সময় মঙ্গলবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে।

করোনাভাইরাসের নতুন স্ট্রেইনে নাকাল ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যু দুই-ই বেড়েছে ভয়াবহভাবে। ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ১২৪ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৪২ হাজার ১০৭ জন। দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় এক কোটি ১৬ লাখ সাড়ে ৯ হাজার ৬০১ জন। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন দুই লাখ ৮২ হাজার ৪০০ জন।

গত কয়েক দিন ধরে ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে। এ জন্য করোনার অতিসংক্রমক নতুন স্ট্রেইনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশটি বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৪৭ হাজার ৩৬১ জন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় সর্বোচ্চ মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই ব্রাজিলের অবস্থান।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১২ কোটি ১২ লাখ ৭৮ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৬ লাখ ৮২ হাজার ২৫৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ কোটি ৭৮ লাখ ৮ হাজারের বেশি। সূত্র : রয়টার্স, বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ