Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁর রাণীনগরে বিষ্ণুমূর্তি উদ্ধার করলো থানা পুলিশ

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১:৩৫ পিএম

নওগাঁর রাণীনগরে প্রায় ৩৮কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার করজগ্রাম এলাকা থেকে এই মূর্তি উদ্ধার করা হয়। রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,উপজেলার করজগ্রাম কাউয়া ঠেঙ্গা পাড়া এলাকায় গত সোমবার স্কেবেটার মেশিন দিয়ে একটি খাস পুকুর পূন: খনন করে চলে যায়। এরপর মঙ্গলবার বিকেলে স্থানীয় মাদ্রাসা ছাত্ররা পুকুর পাড়ে খেলা করার সময় মাটির নিচে মূর্তিটি দেখতে পায়। পরে জানতে পেরে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। ৩৬ ইঞ্চি দৈর্ঘ্য ও সাড়ে ১৫ইঞ্চি প্রস্থ মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। কথিত কষ্টিপাথরের মূর্তিটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রততত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ