Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাটমোহরে দুই আদিবাসীর বাড়ি-ঘর আগুনে পুড়ে ছাই

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ৮:২৬ পিএম

পাবনার চাটমোহরে দুই আদিবাসীর বাড়ি-ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের চন্ডিপুর গ্রামের দুই আদিবাসী পরিবারের বাড়ি-ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ।

ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, ১৬ই মার্চ মঙ্গলবার দুপুরের দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে নিমিষে তা ছড়িয়ে পড়ে ওই গ্রামে আদিবাসী দেবু নারায়ন মাহাতো ও শ্যাম চন্দ্র মাহাতোর বাড়ির ২টি ঘর, নগদ টাকাসহ সবকিছু পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষাধিক টাকা বলে জানান ক্ষতিগ্রস্তরা।

চাটমোহর থেকে ফায়ার সার্ভিস এসে ও গ্রামের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও পরিবার দুটির সবকিছু আগেই পুড়ে ছাই হয়ে যায়। পরিবার দুইটি এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ