Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২১, ১২:০৩ এএম

বাধ্যতামূলক
এবার সংযুক্ত আরব আমিরাতের শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বোর্ডে কমপক্ষে একজন নারী পরিচালক রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। দেশটির সিকিউরিটিজ অ্যান্ড কমোডিটিস কর্তৃপক্ষের বৈঠকে এ আদেশ দেয়া হয়। জনশক্তিতে লিঙ্গ বৈষম্য দ‚র করতে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলো অনেক দিন ধরেই চাপে রয়েছে। সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে অন্যতম। এই বৈষম্য দ‚রীকরণে নানা কার্যক্রমের অংশ হিসেবে এবার প্রতিষ্ঠানগুলোতে নারী পরিচালক রাখার বাধ্যবাধকতার নির্দেশ দিল দেশটির শেয়ারবাজার কর্তৃপক্ষ। বøুমবার্গ।

 

নতুন ভ্যারিয়েন্ট
ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসের শনাক্তকৃত ভ্যারিয়েন্টগুলোর মধ্যে যুক্তরাজ্য,দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ রয়েছে। কারণ এগুলো অনেক বেশি সংক্রামক। কোভিড-১৯ প্রতিরোধে তৈরি হওয়া ভ্যাকসিনগুলো এসব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোও এ নিয়ে ব্যাপক গবেষণা চালাচ্ছে। এরমধ্যেই ফ্রান্সে নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্ত হওয়ার খবর জানা গেলো। এএফপি।


চতুর্থবার
নতুন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগের কথা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জয়ের বলসোনারো। মহামারি করোনাভাইরাসের শুরু থেকে এ পর্যন্ত এক বছরের মধ্যে চতুর্থবারের মতো স্বাস্থ্যমন্ত্রী পেতে যাচ্ছে দেশটি। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জেনারেল এদুয়ারদো পাজুয়েল্লোর স্থলাভিষিক্ত হবেন দেশসেরা হৃদরোগ বিশেষজ্ঞ মারসেলো কুয়েইরোগা। কোনোরকম চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণও ছিল না জেনারেল পাজুয়েল্লোর। সোমবার আলভোরাদা প্রেসিডেন্সিয়াল প্রাসাদ থেকে ভাষণে জয়ের বলসোনারো বলেন, ‘দুপুরে চিকিৎসক মারসেলো কুয়েইরোগাকে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। বিবিসি।


লাল তালিকা
বৃটেনের ভ্রমণ বিষয়ক লাল তালিকাভুক্ত হয়েছে ওমান, কাতার, ইথিওপিয়া ও সোমালিয়া। সোমবার পরিবহন মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। এটা কার্যকর হবে শুক্রবার থেকে। তবে লাল তালিকা থেকে মুক্তি পেয়েছে পর্তুগাল এবং মোরিতিয়াস। এর ফলে এই দুটি দেশের বিরুদ্ধে যে ফ্লাইট নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। কারণ, ওই দুটি দেশে রূপান্তরিত করোনা ভাইরাসের ঝুঁকি কমে এসেছে বলে তথ্য মিলেছে। এর প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এতে আরো বলা হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ফলে পর্তুগাল এবং মৌরিতিয়াসের ভ্রমণকারীরা ইংল্যান্ডে প্রবেশ করলে তাদেরকে সরকার অনুমোদিত সেন্টারে কোয়ারেন্টিনে থাকতে হবে না। অনলাইন ন্যাশনাল নিউজ।


ব্যর্থতা স্বীকার
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কৌশল গ্রহণ করেছিলেন। ওয়াশিংটনের অবৈধ দাবির কাছে মাথা নত করতে তেহরানকে বাধ্য করাই ছিল ট্রাম্পের মূল উদ্দেশ্য। যদিও ট্রাম্পের ওই কৌশল শেষ পর্যন্ত চরম ব্যর্থতায় পর্যবসিত হয় এবং তিনি কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি। ট্রাম্প প্রশাসনের সবচেয়ে কট্টর ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানে ব্যাপারে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ