বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের পটিয়ায় খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে এক পরিবারের শিশুসহ সাতজনকে অজ্ঞান করে মালামাল, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে। উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উনাইনপুরা গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
অজ্ঞান হয়ে অসুস্থরা হলেন- বিমল কান্তি বড়ুয়া চৌধুরী (৬৮), কল্পনা বড়ুয়া চৌধুরী (৪৫), প্রিয়া বড়ুয়া চৌধুরী (২৪), অরুণ বড়ুয়া চৌধুরী (৫০), সাধনা বড়ুয়া (৪৩), সুমিত বড়ুয়া (১৩) ও সুরজিৎ বড়ুয়া (১১)। তাদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, সুকুমার বড়–য়া ও বাদল মাস্টারের বাড়িতে রাতের খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে দেওয়া হয়। পাশের আরেক বাড়িতে চেতনানাশক স্প্রে করা হয়। এরপর বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।