Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে স্বামীর আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ৬:২৬ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ এক গৃহবধূ মারা গেছেন। টানা তিনদিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে দগ্ধ গৃহবধূ মঙ্গলবার সকালে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গৃহবধূ ফাতেমা বেগম (২৩) ফটিকছড়ি বাগানবাজার ইউনিটের মোহাম্মদপুর গ্রামের ইমাম হোসেনের স্ত্রী। স্থানীয়রা জানান, দুই কন্যা সন্তানের জননী ফাতেমা বেগমের শরীরে গত ১৩ মার্চ রাতে আগুন ধরিয়ে দেয় স্বামী। এতে তার মুখমন্ডলসহ শরীরের ৭৫ শতাংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চমেক হাসপাতাল এবং সেখান থেকে তাকে ঢাকায় নেওয়া হয়।

এ ঘটনায় স্বামী ইমাম হোসেন ও শ্বশুর আবুল কাশেমের বিরুদ্ধে ভূজপুর থানায় মামলা করেন ফাতেমা বেগমের পিতা মো. আবদুল গফুর। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে তার শরীরে আগুন দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ