Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চারদিনব্যাপী কর্মসূচী আ. লীগের ত্রাণ উপ কমিটির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ৫:২০ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চারদিনব্যাপী কর্মসূচী ঘোষণা করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটি। কর্মসূচীর মধ্যে রয়েছে বিশেষ দোয়া মাহফিল, প্রার্থনা সভা এবং এতিমদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ। জাতির পিতার জন্মস্থান টুঙ্গিপাড়া ও কোটালিপাড়াসহ আট বিভাগে এক যোগে এ কর্মসূচি পালন করা হবে। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও উপ কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চারদিন ব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার সকালে আজিমপুর এতিম খানায় এতিমদের মাঝে উন্নত মানের খাবার ও উন্নত মানের বস্ত্র বিতরণ করা হবে। উপ কমিটির চেয়ারম্যান একেএম রহমতুল্লাহ এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি দলের সিনিয়র নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। ১৮ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় তেজগাঁও বটমলি হোমস এ খাবার ও বস্ত্র বিতরণ। এতে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল , স্বাস্থ্য সম্পাদক ডা: রোকেয়া সুলতানা। শুক্রবার সকালে রাজধানীর ফরাশগঞ্জের অরফানেজ সেন্টারে এতিমদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড: আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব- উল আলম হানিফ ও আইন সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু। শনিবার রাজধানীর সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধ বিহারে এতিমদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।
সুজিত রায় নন্দী আরো জানান , পর্যায়ক্রমে সারাদেশে একশ এতিম খানায় উন্নত মানের খাবার ও বস্ত্র বিতরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ