Inqilab Logo

রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মৌলভীবাজার জেলা সংবাদদাতা : আজ (৫ সেপ্টেম্বর) সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে মিলাদ মাহফিল দোয়া ও শিরনি বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান জানান, সোমবার দুপুর ১২টায় এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ১টায় মিলাদ মাহফিল ও শিরনি বিতরণ করা হবে। এম সাইফুর রহমান বাণিজ্য মন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে ১২বার বাজেট পেশ করেছেন তিনি।  উল্লেখ্য, তিনি ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ