Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাজা আবদুর রহমান চৌহ্্রভী ছিলেন উঁচু স্তরের আধ্যাত্মিক সাধক

চট্টগ্রামে স্মারক আলোচনায় বক্তারা

প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় নগরীর ষোলশহরস্থ আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় গতকাল (রোববার) সকাল থেকে আল্লামা খাজা আবদুর রহমান চৌহ্রভী (রহ.)-এর সালানা ওরস উপলক্ষে ‘খাজা আবদুর রহমান চৌহ্রভী ও তাঁর জীবন-কর্ম’ শীর্ষক এক স্মারক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, খাজা আবদুর রহমান চৌহ্রভী (রহ.) ছিলেন একজন বহু উঁচু স্তরের আধ্যাত্মিক সাধক, একজন শ্রেষ্ঠ আশেকে রাসূল (সা.) ও সফল সমাজ সংস্কারক। সমসাময়িক সমস্ত বাতুলতাকে নিশ্চিহ্ন করে রাসূলে পাক (সা.)-এর পক্ষে ও মতে সমাজকে তিনি যেমন পরিচালিত করেছিলেন তেমনি তরিক্বতের আধ্যাত্মিক প্রভাবে তিনি মানুষকে করতেন পরিশুদ্ধ ও পরিশীলিত। প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানার্জন না করেও খোদা-প্রদত্ত জ্ঞানে খাজা চৌহরভী ছিলেন আল্লাহ প্রদত্ত নুরানী জ্ঞানে ভাস্বর ও বেলায়তে নক্ষত্র। তিনি পৃথিবীর মানুষের মুক্তির জন্যে অদ্বিতীয় ত্রিশ পারা বিশিষ্ট দরূদশরীফ গ্রন্থ মুজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (সা.) লিখে বিশ্বের বুকে তাক লাগানো এশ্কে রাসূলের দায়িত্ব আঞ্জাম দেন। যা পবিত্র কোরআন ও বুখারী শরীফের পর মানবকল্যাণমূলক সেরা বিধান। হযরত চৌহ্্রভী (রহ.) রচিত মুজমুয়ায়ে সালাওয়াতে রাসূলের বাংলা ও উর্দু তরজমাসহ মুদ্রণ ও পুনর্মুদ্রণ প্রকাশ যা বাংলাদেশী ভাইদের আন্তরিকতার নিষ্ঠা ও ভালোবাসার জীবন্ত দলিল হয়ে আছে।
এতে বক্তা ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সোলাইমান আনসারীসহ জামেয়ার বিশিষ্ট ওলামায়ে কেরাম। এতে অংশগ্রহণ করেন আনজুমান ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারী এস এম গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী সামশুর রহমান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম, আনজুমান ট্রাস্টের সদস্য মুহাম্মদ নূরুল আমিন, শেখ নাসির উদ্দিন, নূর মোহাম্মদ কন্ট্রাক্টরসহ অন্যান্য সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় পর্ষদের সচিব মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদারসহ চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার কর্মকর্তা-সদস্যবৃন্দ, ভক্ত-অনুরক্তরা। পরে তবারুক বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাজা আবদুর রহমান চৌহ্্রভী ছিলেন উঁচু স্তরের আধ্যাত্মিক সাধক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ