পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা থেকে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ১০ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪। এসময় অস্ত্র ও অবৈধ ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে এদের গ্রেফতার করা হয়।
র্যাব-৪-এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, রোববার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ১০ জন হলো-আশরাফুল ইসলাম (২৫), মো. রুবেল মিয়া (৩০), মো. আপিকুজ্জামান ওরপে শরিফ (৩৮), মো. রফিকুল ইসলাম (৩০), মো. রাসেল মুন্সি (৩০), মো. রুবেল মুন্সি (৩২), মো. সাকিব (১৯), মো. ইউসুফ (২৫), মো. আবু তাহের (৩৮) ও মো. সুমন মিয়া (২৩)। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, তিনটি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাফ ও একটি বেতের লাঠি জব্দ করা হয়। র্যাব-৪ জানায়, গোয়েন্দা তথ্য পাওয়া যায়, ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১০ জনের একটি চক্র ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর জেলার কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ডাকাতির প্রস্ততি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৪-এর একটি আভিযানিক দল সোয়া ১১টায় ওই এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ওই ১০ জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা তাদের অপরাধমূলক কর্মকান্ডের তথ্য স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তারা আরও জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, বগুড়া, রংপুর, ময়মনসিংহ ও গাজীপুর জেলাসহ বিভিন্ন স্থানে নিজেদেরকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণ, ছিনতাইসহ ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।