রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নাটোরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা শাখার আয়োজনে শহরের মাদরাসা মোড়ের আল মাদরাসাতুল জামহুরিয়ার মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রত্না আহমেদ।
ইসলামিক ফাউন্ডেশন নাটোরের উপ-পরিচালক মো. আবুল কাশেমের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ এম এ মতিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. গাজেদুর রহমান ও অতিরিক্ত জেল প্রশাসক সার্বিক মো. নাদিম সারোয়ার। এ ছাড়াও আল মাদরাসাতুল জামহুরিয়ার অধ্যক্ষ মাওলানা আক্তার হোসেন ও নাটোর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল খালেক সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, ইমামদের জেলা সম্মেলনে প্রশিক্ষণপ্রাপ্ত ১৪০ জন ইমামকে সনদ প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।