Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যপ্রাণী আইনবিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০১ এএম

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন্যপ্রাণী সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক স্বল্পমেয়াদী ১০ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ উদ্বোধন করা হয়।

কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. বখতিয়ার নূর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বন সংরক্ষকের (অব.) উপ-প্রধান ডক্টর তপন কুমার দে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বন বিভাগীয় কর্মকর্তা আবুল কালাম ও চট্টগ্রাম বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি বন বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ প্রমুখ। এতে বিভিন্ন বন্যপ্রাণির ওপর প্রশিক্ষণ দেয়া হয় এবং বন্যপ্রাণি সংশ্লিষ্ট আইন ও বিধিমালা নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে ৩০জন জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বনকর্মি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন, বন্যপ্রাণি ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য ও মো. ইসমাইল হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনবিষয়ক-প্রশিক্ষণ-উদ্বোধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ