Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত টুঙ্গীপাড়ার মিয়া ভাই মুক্তি পাবে ২৬ মার্চ

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০১ এএম

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ আগামী ২৬ মার্চ মুক্তি পাচ্ছে। সেলিম খানের পরিচালনায় সিনেমাটি ইতোমধ্যে আনকাট সেন্সর সনদ পেয়েছে। চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে নবাগত শান্ত খানকে। এতে তার সাথে অভিনয় করেছেন দীঘি। পরিচালক সেলিম খান বলেন, স্বাধীনতার ৫০ বছরেও কেউ সর্বকালের সর্বশ্রেষ্ঠবাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেননি। আমরা প্রথমবার নির্মাণ করেছি। চলচ্চিত্রটি আগামী ২৬ মার্চ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তিনি বলেন, শেখমুজিবুর রহমানের শৈশব ও কৈশোরের আদর্শ এবং সঠিক ইতিহাসের অনেক কিছু এখনো নতুন প্রজন্মের কাছে অজানা। সেসব ইতিহাস নতুন প্রজন্মকে জানাতেই নির্মাণ করেছি ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি। প্রেক্ষাগৃহের পাশাপাশি চলচ্চিত্রটি বাংলাদেশ শিল্পকলা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সকল স্কুল-কলেজে প্রজক্টরের মাধ্যমে দেখানো হবে বলে জানান পরিচালক। সিনেমাটি স্টোরি স্প্ল্যাশ মিডিয়া ও পিংকি খান প্রযোজনা করেছেন। চিত্রনাট্য রচনা করেছেন শামীম আহমেদ রনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টুঙ্গীপাড়ার-মিয়া-ভাই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ