মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভয়াবহ তুষারঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাটে চলাচল করতে পারছে না গাড়ি, বাতিল হয়ে গেছে একাধিক ফ্লাইট। দেশটির কলোরাডো স্টেটের ডেনভারে তুষার ঝড়ে বাতিল হয়ে গিয়েছে ২০০০ এরও বেশি ফ্লাইট। দেশটির আবহাওয়া অধিদপ্তর ডেনডারে তীব্র তুষার ঝড়ের সতর্কতা জারি করেছে। স্থানীয় সময় অনুযায়ী, শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত ডেনডারে এই তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়। সেখানে ১৮ থেকে ২৪ ইঞ্চি পুরু তুষারপাত হতে পারে ধারণা করা হচ্ছে। সাধারণ মানুষকে বাড়ি থেকে যতটা সম্ভব কম বাইরে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। ভয়াবহ তুষারঝড়ের মারাত্মক প্রভাব পড়েছে সে দেশের যোগাযোগ ব্যবস্থার ওপরে। ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা এমিলি উইলিয়ামস জানিয়েছেন, শনিবার সকালে এয়ারপোর্টে ভিড় থাকলেও সারাদিনে প্রায় ৭৫০ ফ্লাইট বাতিল করতে হয়েছে। রোববারেও প্রায় ১৩০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। উল্লেখ্য, গতমাসেও আমেরিকায় মারাত্মক দাপট দেখিয়েছিল তুষারঝড়। তীব্র সেই তুষার ঝড়ে ২১ জনের মৃত্যু হয়। ভয়ঙ্কর ক্ষতি হয় টেক্সাস প্রদেশের। ঝড়ের জেরে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। অপরদিকে, নিউইয়র্কের শিকাগো শহরে সন্দেহভাজন বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে দুইজনের প্রাণহানি ঘটেছে। রোববার দেশটির মরগান পার্কের লুমস প্যানকেক হাউস রেস্টুরেন্টে ওই হামলায় আরও ১৩ জন গুরুতর আহত হয়েছেন। দেশটির পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সাপ্তাহিক বন্ধের কিছু সময় আগে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের এডভোকেট ক্রাইস্ট মেডিক্যাল সেন্টারে নেয়া হয়েছে। অন্য দুজনকে মেরি হসপিটালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী এক যুবককে লক্ষ্য করে একাধিকবার গুলি করা হয়েছিল এবং হাসপাতালে নেয়া হলে কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। তবে এখনো তার পরিচয় জানা যায়নি। পুলিশ আরো জানিয়েছে, সাউথ সাইড লোকালয়ে রাতভর চলছিলো পার্টি। সেখানেই ভোর পৌনে ৫টা নাগাদ এই হামলা হয়। গুলিবিদ্ধ সবার বয়স ২০ থেকে ৪৪ বছর। ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে শিকাগোর দক্ষিণ এলাকায় গ্রেশামের একটি পার্কিং লটে গত বুধবার রাতে ১৭ বছর বয়সী এক যুবকসহ ছয়জন আহত হওয়ার পরে এই গুলির ঘটনা ঘটে। নিউ ইয়র্ক টাইমস, এনবিসি নিউজ, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।