Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনামুক্তির জন্য জ্বলন্ত কয়লায় হেঁটে প্রার্থনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ১২:০১ এএম

করোনা মহামারীর এই দিনে নিরাপদে থাকার প্রার্থনা সবারই। সেই প্রার্থনা একেক জাতি, ধর্ম বা গোত্রের একেকরকম। সেরকমই জাপানের একদল বাসিন্দা ভয়ংকর এক প্রার্থনায় মেতে ওঠে রোববার। ওই তারা নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য বৌদ্ধ ভিক্ষুর সঙ্গে খালি পায়ে জ্বলন্ত কয়লার ওপর হেঁটে প্রার্থনা করেন। মাউন্ট টাকোসানে এক বার্ষিক উদযাপনে মিলিত হয়ে এ প্রার্থনা করেন তারা। করোনার কারণে গতবছর ছাড়া অন্যান্য বছরও এভাবে প্রার্থনা করে আসছে সেখানকার মানুষ। তবে এবার উৎসবে অংশগ্রহণকারী প্রত্যেককে মাস্ক পরে সামাজিক দ‚রত্ব বজায় রেখে প্রার্থনা করতে হয়েছে। এবার কেবল এক হাজার ব্যক্তি উৎসবে যোগদানের সুযোগ দেওয়া হয়। টাকোসান ইয়াকুইন মন্দিরের বৌদ্ধ ভিক্ষু কোশো কামিমুরার দাবি, এভাবে অগ্নিশিখার মধ্য দিয়ে হাটলে তা আপনার আত্মাকে পরিষ্কার করে এবং আপনার প্রার্থনাগুলি বুদ্ধের কাছে পৌঁছে দেয়। তিনি আরও বলেন, ঐতিহাসিকভাবে মাউন্ট টাকোসান দুর্দশা থেকে মুক্তির প্রার্থনার অতি গুরুত্বপ‚র্ণ স্থান। এই বছর উৎসবটি যথাযথ সতর্কতার সঙ্গে পালন করা হচ্ছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ