মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমেরিকার কানেকটিকাট প্রদেশের এক ব্যক্তি বাড়ির পাশের দোকান থেকে একটি বাটি কিনেছিলেন। ধবধবে সাদা রঙের পোর্সেলিনের উপর নীল রঙের ফুলের কাজ করা ছিল বাটিটিতে। মাত্র ৩৫ ডলার (২৯৫৫ টাকা) দিয়ে কিনেছিলেন বাটিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বাড়ি ফিরে বাটিটিকে ভাল করে দেখে বুঝতে পারেন এটি সাধারণ বাটি নয়। সঙ্গে সঙ্গে তিনি এক পুরাতত্ত¡বিদের কাছে যান। বাটি পরীক্ষা করে পুরাতত্ত¡বিদ যা বললেন, তাতে চোখ কপালে ওঠে ওই ব্যক্তির। বাটিটি ১৫ শতকের মিং সাম্রাজ্যের সময়কার। ১৩৬৮ থেকে ১৬৪৪ সাল পর্যন্ত চিনে মিং সাম্রাজ্যের আধিপত্য ছিল। সে সময়েই রাজাদের জন্য ম‚ল্যবান এই ধরনের পোর্সেলিনের বাসনপত্র ইত্যাদি ব্যবহার করা হত। কিন্তু এ রকম ঐতিহাসিক গুরুত্বপ‚র্ণ একটি জিনিস চীন থেকে আমেরিকায় কী ভাবে পৌঁছল তা ভেবেও আশ্চর্য হচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু ভয়ানক দামি এই বাটি নিয়ে কী করবেন ওই ব্যক্তি? তিনি ঠিক করলেন, বাটিটি নিলামে তুলবেন। বিশেষজ্ঞদের কাছ থেকে যাচাই করে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বাটিটির দামও তিনি জেনে নিলেন। জানলেন এর দাম কম করে হলেও ৫ লাখ ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৪ কোটি ২২ লাখ ২৮ হাজার ৩৫২ টাকা। ১৭ মার্চ তা নিলামে উঠবে। ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।