বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরে ফের বাড়ছে করোনা। সোমবারের পরীক্ষার রিপোর্ট অনুযায়ী এমনটিই শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে পাঠানো ফলাফলে দেখা যায়, রোববার রাতে পরীক্ষা করা নমুনাগুলোর মধ্যে ২৮টি করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে যশোর জেলার ২৩টি ও মাগুরার ৫টি।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, রোববার রাতে তাদের ল্যাবে দুই জেলার মোট ১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর জেলার ছিল ১৩০টি। ফলাফলে দেখা যায়, এই জেলার ২৩টি নমুনা করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে। আর মাগুরার ১৬টি নমুনার মধ্যে পাঁচটি পজেটিভ ফল দেয়।
যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন সোমবার দৈনিক ইনকিলাবকে জানান, নতুন করে বৃদ্ধি পাওয়ায় আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা সৃষ্টির জোরদার পদক্ষেপ নিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।