Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় বিলুপ্ত প্রায় সুন্ধি কাছিম উদ্ধার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২১, ৫:৫২ পিএম

বগুড়ায় খোলা বাজারে বিক্রির সময় ৩৫টি বিলুপ্ত প্রায় সুন্ধি কাছিম উদ্ধার করেছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন 'তীর' এর একদল স্বেচ্ছাসেবী। সোমবার শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে বন বিভাগের সহযোগিতায় ওই কাছিমগুলো উদ্ধার করা হয়।
ওই ঘটনায় আটককৃত দুই ব্যক্তি হলেন- বগুড়ার রফিকুল ইসলাম এবং গোবিন্দ চন্দ্র রায় বলে নিশ্চিত করেছেন তীরের সাবেক সভাপতি ও উপদেষ্টা আরাফাত রহমান।
উদ্ধার তৎপরতায় নেতৃত্ব দেন বন্য প্রানী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক, তীরের বর্তমান সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক রিফাত হাসান, সাংগঠনিক সম্পাদক হোসেন রহমান উপস্থিত ছিলেন বলেও তিনি সাংবাদিকদের জানান।

দক্ষিণের নোয়াখালি জেলা থেকে এ কাছিমগুলো এনেছিল বিক্রেতারা। তাদের কাছে থাকা দুই বস্তায় ৩৫টি বিলুপ্তপ্রায় সুন্ধি কাছিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩৫টি কাছিমের ওজন ৩৭ কেজি। এ ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাছিম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ