Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবু ফরাহ নাছের বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেলেন আবু ফরাহ মো. নাছের।
গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ সফিউল আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। ৬২ বছর বয়স পর্যন্ত তিনি ডেপুটি গভর্নরের দায়িত্বে থাকতে পারবেন। সেই হিসাবে আবু ফরাহ মো. নাছেরের ৬২ বছর হবে ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে নীতি প্রণয়ন কৌশলে অগ্রণী ভূমিকা ছিল তার। এ জন্য তাকে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ফরাহ নাছেরের নিয়োগের ফলে বাংলাদেশ ব্যাংকে এখন ডেপুটি গভর্নর হলেন চারজন। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের চারটি পদই এর মাধ্যমে পূরণ হলো।
এর আগে ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানের চাকরির মেয়াদ গত বছরের ডিসেম্বরে শেষ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ ব্যাংক

২৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ