Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শোবিজে শুধু গ্ল্যামার দিয়ে টিকে থাকা যায় না -ফারজানা ছবি

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২১, ১২:০১ এএম

অভিনেত্রী ফারজানা ছবি প্রায় দুই যুগ ধরে অভিনয় করে চলেছেন। দীর্ঘ এই পথযাত্রায় অনেক নাটক ও বিজ্ঞাপনে পারফর্ম করেছেন। তার দুই যুগের ক্যারিয়ার এবং অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ছবি বলেন, এই সময়ে অনেক কিছু দেখার ও শেখার সুযোগ হয়েছে। নানা রকম মানুষের সঙ্গে মিশতে পেরেছি। একটা উপলব্ধি হয়েছে। শোবিজে কাজ দিয়ে টিকে থাকতে হয়। শুধু গ্ল্যামার দিয়ে টিকে থাকা যায় না। একজন অভিনেত্রীকে অনেক গুণের অধিকারী হতে হয়। অনেকেই অভিনয়ে এসেছেন। তাদের কেউ আছেন, কেউ আবার টিকতে না পেরে অন্য পেশায় চলে গেছেন। অভিনয়ে টিকে থাকা সবার পক্ষে সম্ভব হয় না। অনেক জনপ্রিয় শিল্পী আজ শোবিজে নেই। ফারজানা ছবি ১৯৯৮ সালে আব্দুল্লাহ আল মামুনের ‘চিঠি’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। এরপর থেকেই নিয়মিত অভিনয় করছেন। নাটকের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করছেন। সম্প্রতি অঞ্জন আইচের কানামাছি নামে সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। গত বছরের শুরুতে তার অভিনীত জয়নগরের জমিদার সিনেমাটি মুক্তি পায়। কানামাছি সিনেমায় অভিনয় প্রসঙ্গে ছবি বলেন, এতে আমার চরিত্র গতানুগতিক চরিত্রের মতো নয়। নতুন আঙ্গিকের একটি চরিত্রে অভিনয় করে আনন্দ পেয়েছি। এখন নাটক কিংবা গানের ক্ষেত্রে ইউটিউব ভিউয়ের প্রতিযোগিতা প্রসঙ্গে ছবি বলেন, ইউটিউবের ভিউয়ের ওপর সব কিছু পরিমাপ করা ঠিক না। অনেক সস্তা কাজের ভিউ বেশি হয়। আবার অনেক মানসম্পন্ন কাজের ভিউ কম হয়। তাই এ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ভালো কাজের প্রতি মনোযোগী হওয়া উচিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফারজানা ছবি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ