Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা কুঁড়ির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অনুষ্ঠান

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২১, ১২:০১ এএম

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিবশতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা কুঁড়ি গত ১২ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন করে। অনুষ্ঠানে সভপতিত্ব করবেন আমরা কুঁড়ির উপদেষ্টা ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. এস.এম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোং লিঃ (বঙ্গবন্ধু স্যাটেলাইট) এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলা একাডেমি সচিব হাসানাত লোকমান। বক্তব্য রাখেন আমরা কুঁড়ির চেয়ারম্যানর মুশতাক আহম্মদ লিটন, ভাইস চেয়ারম্যান কণ্ঠশিল্পী ফকির সাহাবুদ্দিন চৌধুরী, সাংগঠনিক সচিব রাফিয়া বিনতে ইসলাম রুহি ও শিশু বক্তা সৈয়দা তাহিয়া নূর। অনুষ্ঠানে ১০জন আলোকিত নারীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, আসমা আক্তার ও সুফিয়া খাতুন- রত্মগর্ভা মা, প্রনীতা সরকার-নারী উদ্যোক্তা, শামীম নূর মুন্নী ও নিগার হাফিজ-শিক্ষা বিস্তারে, সুফিয়া বেগম-কথা সাহিত্যিক, শাহনাজ শারমীন-সাংবাদিকতা, ঝীমি কামাল ও ডা. মল্লিকা বিশ্বাস-সমাজ সেবক, আসমা আক্তার লিজা-নাট্যকর্মী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাধীনতার-সুবর্ণ-জয়ন্তী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ