Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে ঐশীর তৃতীয় একক অ্যালবাম হাওয়া

প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এ বছর ‘ঐশী এক্সপ্রেস’ শিরোনাম নিয়ে প্রকাশিত হয়েছিল এ প্রজন্মের সঙ্গীতশিল্পী ঐশীর একক অ্যালবাম। তার গান শুনে অনেকেই বিস্মিত হয়েছিলেন। বিশেষ করে তার কণ্ঠে ফোক গানগুলো শ্রোতারা দারুণ উপভোগ করেন। ঐশীর এই গায়কীর ধারাবাহিকতায় এবারের ঈদে প্রকাশিত হচ্ছে তার নতুন অ্যালবাম ‘হাওয়া’। প্রদীপ সাহার কথায় ও নাজির মাহমুদের সুরে অ্যালবামটি তৈরি হয়েছে। গানগুলোর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু ও ইমন চৌধুরী। শিরোনামগুলো এমন- কেন মন, ও বন্ধুরে, পিরিতের ফল, রূপালি আঁচল এবং তোমার একটু। সদ্য চিকিৎসা বিদ্যায় ভর্তি হওয়া এই সুকণ্ঠী বলেছেন, গত তিন বছরে দুটি এককসহ অনেক গানই করেছি। তবে এবারের আয়োজন সবকিছুকে ছাড়িয়ে যাবে। কারণ এই ঈদে সিএমভির ব্যানার থেকে প্রকাশ পাচ্ছে তার পূর্ণাঙ্গ মৌলিক ফোক গানের নতুন অ্যালবাম। ঐশী বলেন, ‘এটি আমার ৩য় একক। এর প্রত্যেকটি গানই অসাধারণ হয়েছে। আমার বিশ্বাস অ্যালবামটি হাওয়ার মতোই ভেসে ভেসে মানুষের কাছে পৌঁছাবে। প্রত্যেকটি গান শুনে সবাই হাওয়ায় ভেসে বেড়াবেন।’ সিএমভি জানায়, শিগগিরই জিপি মিউজিক অ্যাপস-এ অ্যালবামটি ডিজিট্যালি মুক্তি পাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদে ঐশীর তৃতীয় একক অ্যালবাম হাওয়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ