রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : রেলওয়েতে অনিমতান্ত্রিকভাবে সুইপার ও হাসপাতালে ক্লিনার পদে নিয়োগের প্রতিবাদে ও নিয়োগ বাতিলের দাবিতে গতকাল সোমবার সকালে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি প্রদান করেছেন। দেশের বৃহত্তম রেলওয়ে কারখানার ২৪টি শপের সকল শ্রমিকরা কাজ বন্ধ রেখে রেলওয়ে শ্রমিক লীগের আয়োজনে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। রেলওয়ে কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে রেলওয়ে কারখানার প্রধান বিভাগীয় তত্ত্বাবধায়কের কার্যালয়ে যায়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কারখানা শাখার সম্পাদক মোখছেদুল মোমিন, শ্রমিক লীগ নেতা জহির উদ্দিন, হরিজন সমিতির সভাপতি কালু প্রমুখ। বক্তারা বলেন, নিয়োগ সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ কোটা মানা হয়নি। সুইপার পদে নেত্রকোনার দুই সহোদরা বোনের চাকরি এবং টাঙ্গাইলের জনৈক সেলিমকে হাসপাতালে ক্লিনার এবং ওয়েটিং রুম বেয়ারার দুইটি পদে নিয়োগ দেয়া হয়েছে। অনিমতান্ত্রিক এ সব নিয়োগ বাতিলের দাবি জানিয়ে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মকবুল হোসেনের অপসারণ দাবি করা হয়। পরে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি রেলওয়ে কারখানার ডিএস নূর আহাম্মদ হোসেন গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন। তিনি বলেন, রেলের জনবল নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতে হওয়া প্রয়োজন। তাহলে রেলের সত্যিকার উন্নয়ন ঘটবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।