প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : শৌখিন থিয়েটার নাট্যগোষ্ঠীর প্রযোজনায় রাজধানীর জাতীয় মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হল রম্য নাটক ‘মন্টু মিয়ার বায়োস্কোপ’। নির্দেশনা দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু। এক তরুণ জুটির ভালোবাসা এবং দুই পরিবারের মধ্যেকার দ্বন্দ্ব নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। মন্টুমিয়া এবং হাক্কামনি। পাশাপাশি দুই বাড়ির বাসিন্দা হওয়ায় তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরী হয়। তবে এই জুটির প্রেমে বাধা হয়ে দাঁড়ায় মন্টুর অবিবাহিতা ফুপি এবং হাক্কার চিরকুমার চাচা। যাদের মধ্যেও এককালে ছিল ভালোবাসার সম্পর্ক, পরবর্তিতে যা আর পূর্ণতা পায়নি। এই গল্পের সূত্র ধরেই এগিয়ে যায় মন্টু মিয়ার বায়োস্কোপ নাটকটি। মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির মঞ্চায়ণ করে শৌখিন থিয়েটার নাট্যগোষ্ঠী। মমতাজ উদ্দীন আহমেদের লেখা রম্য নাটক ‘প্রেম প্রেম’ অবলম্বনে মন্টু মিয়ার বায়োস্কোপের নির্দেশনা দেন তরুণ নির্মাতা হামিদুর রহমান পাপ্পু। বর্তমান প্রেক্ষাপটে মানুষের আনন্দ-বিনোদনের অভাবের কথা মাথায় রেখেই এই নাটকের মঞ্চায়ণ। দর্শকরাও হাস্যরসে উপভোগ করেন নাটকটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।