Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ গেমসের আরেকটি ভেন্যু পরিবর্তন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:১৬ এএম

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আরেকটি ভেন্যু পরিবর্তন হলো। দেশের অন্যতম জনপ্রিয় খেলা গেমসের পুরুষ ফুটবল ডিসিপ্লিনটি চলে গেলো কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। অন্যদিকে কুমিল্লা থেকে ঢাকায় নিজস্ব ভেন্যু শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ফিরে এসেছে ব্যাডমিন্টন ডিসিপ্লিন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুই ক্লাব মোহামেডান স্পোর্টিং ও বসুন্ধরা কিংস এবার হোম ভেন্যু করেছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামকে। প্রয়াত সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের উদ্যোগেই মূলত এই স্টেডিয়ামটি ফুটবলাঙ্গনে বিশেষভাবে স্বীকৃতি পায় গত মৌসুমে। তখন এটি শুধু মোহামেডানের হোম ভেন্যু ছিল। তবে এবার মোহামেডান-বসুন্ধরা যৌথভাবে এই স্টেডিয়ামকে হোম ভেন্যু করায় এখানে ফুটবলের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শক সংখ্যাও বেড়েছে। ফলে এটাকে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে প্রতিষ্ঠা করতে উদ্যোগি হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। ইতোমধ্যে তিনি এই স্টেডিয়ামে ফ্লাইড লাইট স্থাপনের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির কাছে চিঠিও লিখেছেন।
আসন্ন বাংলাদেশ গেমসের পুরুষ ফুটবল মাঠে গড়াবে ২২ মার্চ থেকে। চলবে ৭ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে গেমসের নারী ফুটবলে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লড়বে আটটি দল। এই আটটি দল জেএফএ কাপের মাধ্যমে আসবে।
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক সময়সূচি হচ্ছে ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত। দেশের বৃহৎ এই ক্রীড়া আসরে ৩২টি ডিসিপ্লিনে লড়বেন প্রায় পাঁচ হাজারের বেশি ক্রীড়াবিদ। গেমস শুরুর প্রায় তিন সপ্তাহ আগেই মহিলা ক্রিকেট ১২ মার্চ শেষ হয়েছে সিলেটে। বরিশালে ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরুষ ক্রিকেটের খেলা। এছাড়া রাজধানী ঢাকার বাইরে হবে আরো ছয়টি ডিসিপ্লিনের খেলা। এগুলো হলো- টঙ্গির শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আরচ্যারি, বান্দরবানে কারাতে, রংপুরে রাগবি, রাজশাহীতে টেনিস, নড়াইলে ভলিবল এবং ময়মনসিংহে ভারোত্তোলন খেলা অনুষ্ঠিত হবে। এর আগে বরিশালের কুয়াকাটা থেকে পরিবর্তন করে টঙ্গির শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে নিয়ে আসা হয় আরচ্যারিকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ