Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুখ খুললেন আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২১, ১২:১৬ এএম

গত মৌসুমে বার্সেলোনার ম‚ল স্ট্রাইকার ছিলেন লুইস সুয়ারেজ। নতুন ঠিকানা অ্যাতলেতিকো মাদ্রিদেও গোলের পর গোল করে যাচ্ছেন উরুগুইয়ান এই তারকা। সুয়ারেজের শূন্যস্থান প‚রণের জন্য উপযুক্ত কাউকে এখনও খুঁজে বের করতে পারেনি বার্সা।
কাতালানরা সন্ধান করে চলেছে সুয়ারেজের বিকল্পের। কিন্তু ক্লাবের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার যোগ্য উত্তরস‚রি পাওয়া তো সহজ কথা নয়! তারপরও নতুন স্ট্রাইকার দলে টানার গুঞ্জনে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যার নাম, তিনি সার্জিও আগুয়েরো। আর্জেন্টিনার এই স্ট্রাইকার ম্যানচেস্টার সিটির ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ইংলিশ ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী গ্রীষ্মে। তিনি চুক্তি নবায়ন করবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
বার্সার নতুন সভাপতি হোয়ান লাপোর্তা আগুয়েরোর ভীষণ ভক্ত। স¤প্রতি স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায়, তিনি আগুয়েরোর এজেন্ট হার্নান রেগুয়েরার সঙ্গে গত কিছুদিন যাবত আলোচনা চালিয়ে যাচ্ছেন। রেগুয়েরার বার্সেলোনা শহরেও একটি অফিস রয়েছে। স্পেনের আরও কিছু সংবাদমাধ্যম গুঞ্জনের আগুনে ঢেলেছে ঘি। তারা জানায়, ইতোমধ্যে লাপোর্তার সঙ্গে সমঝোতা পৌঁছেছেন আগুয়েরো, দিয়েছেন মৌখিক সম্মতি। সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হলেই তিনি রাখবেন ন্যু ক্যাম্পে।
যাকে তিনি আলোচনার জোয়ারে উত্তাল ঢেউ বইছে, সেই আগুয়েরো এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন। কিন্তু পরিস্থিতি ক্রমেই যেন তার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। অবশেষে তিনি মুখ খুলেছেন বার্সেলোনায় যোগ দেওয়ার প্রসঙ্গ নিয়ে। লাইভ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে দেওয়া এক সাক্ষাতকারে ৩২ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘তারা (গণমাধ্যম) কেবল (আমাকে জড়িয়ে) বার্সা, বার্সা, বার্সা লিখেই যাচ্ছে। একটু দাঁড়ান, ভালোভাবে দেখুন। থামুন। আমরা এখনও সিটির সঙ্গেই আছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ